শিবগঞ্জে বাসের ধাক্কায় নারী নিহত

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর-গুটিপাড়া গ্রামের আবদুল হকের স্ত্রী। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রেজিনা বেগম বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কানসাটগামী দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বাসটির নাম ও রেজিস্ট্রেশন নম্বর দিতে পারেনি স্থানীয়রা। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, দ্রুতগতির বাসটি সনাক্ত করে আটক করতে পুলিশ চেষ্টা করছে। নিহতের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইমি/পথিক নিউজ