জেইউডিও জাতীয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন নোবিপ্রবি

লেখক:
প্রকাশ: ৭ মাস আগে

নোবিপ্রবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন আয়োজিত “জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৩” এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন সংশপ্তককে হারিয়ে চ্যাম্পিয়ন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ‘ক্র‍্যাক প্লাটুন।’

রবিবার (১৫ অক্টোবর) জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত “জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৩” বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিজেদের সেরা প্রমাণ করেছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ক্র‍্যাক প্লাটুন। মোট ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দলকে হারিয়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ক্র‍্যাক প্লাটুন জয়লাভ করেছে।

বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। মুক্তমঞ্চের এক পাশে পক্ষ দল হিসেবে অবস্থান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন সংশপ্তকের বিতার্কিকরা অন্যপাশে বিপক্ষ দল হিসেবে অবস্থান করেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ক্র‍্যাক প্লাটুনের বিতার্কিকরা। চূড়ান্ত পর্যায়ে বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে, রুচির দুর্ভিক্ষ একটি ভ্রান্ত ধারণা’।

বিজয়ী দলের সদস্যরা হলেন- ফিমস বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম হৃদয়, শিক্ষা বিভাগের শিক্ষার্থী তাসনিম তাবাসসুম অরিন ও আইসিই বিভাগের শিক্ষার্থী তুর্জয় চৌধুরী তুর্য।

বিজয়ী দলের সদস্য তাসনিম তাবাসসুম অরিন বলেন, “নোবিপ্রবি ডিবেসোসাইটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের স্বপ্ন ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের শিরোপা অর্জন। এই স্বপ্নজয়ের সারথী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি”

উল্লেখ্য – গত ১২ অক্টোবর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব ২০২৩ শুরু হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শব্দবাণে সাজাও তোমার চিন্তারণের শ্লোক’।