সরাইলে রাস্তায় পাওয়া গেছে যুবকের মরদেহ

লেখক:
প্রকাশ: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়কে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহবাজপুর সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, মহাসড়কে মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। যুবকের পেটের নাড়িভুঁড়ি বেড়িয়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তিনি নিহত হতে পারেন। তার পরিচয় জানা সম্ভব হয়নি। পিবিআই এসে ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে তার পরিচয় শনাক্ত করবে।