১০ জুন ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের সংসদ নির্বাচন

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

রোববার ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট ভবনের এক বিবৃতিতে বলা হয়, কুর্দি প্রেসিডেন্ট নেচিরভান বারজানি এক ডিক্রি স্বাক্ষর করেছেন যে, ১০ জুন কুর্দি অঞ্চলে সংসদ নির্বাচন আয়োজন করা হবে।

 

 

 

 

 

 

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট পক্ষের উচিত ইরাকের স্বাধীন উচ্চপর্যায়ের নির্বাচন কমিটির সঙ্গে সহযোগিতা করে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে।

 

 

 

 

ইরাকি স্বাধীন উচ্চপর্যায়ের নির্বাচন কমিটি আরও জানায় যে, ৫ থেকে ১৪ মার্চ পর্যন্ত কুর্দি সংসদ নির্বাচনের রাজনৈতিক পার্টিগুলোর নিবন্ধন কাজ শুরু হবে।

 

 

 

 

উল্লেখ্য, কুর্দি অঞ্চলে ২০১৮ সালে সংসদ নির্বাচন আয়োজন করা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের মতভেদের কারণে ২০২২ সালের সংসদ নির্বাচন স্থগিত করা হয়।

ইমি/পথিক নিউজ