ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নামমাত্র ১০ টাকায় ইফতারির সাতটি পণ্য বিক্রি করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) সকাল থেকে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। স্থানীয় তারুণ্যের সরাইল নামে একটি সেচ্ছাসেবী সংগঠন ব্যতিক্রম এ বাজারের আয়োজন করে।
১০ টাকায় প্রতিজন পাচ্ছেন, এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি ছানা বুট, দুই কেজি আলু, এক কেজি মুড়ি ও আধা কেজি খেঁজুর।
এসময় সংগঠনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন- সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, পুবের আলোর নির্বাহী সম্পাদক আব্দুল হানিফ, সমাজকর্মী রফিক মিয়া প্রমুখ।
পণ্য কিনতে আসা রশিদা বেগম বলেন, ১০ টাকায় এতো রকমের ইফতার সামগ্রী পাওয়া যাবে তা ভাবতে পারিনি। আমরা খুবই আনন্দিত। আয়োজকদের আল্লাহ যেন ভালো রাখেন।
আব্দুল হাকিম নামে আরেক ক্রেতা বলেন, বাজারে জিনিসপত্রের অনেক দাম। প্রতিদিন যা আয় হয় সংসার চালাতেই অনেক কষ্ট। আজকে এতোকিছু মাত্র ১০ টাকায় পেয়ে খুবই ভালো লাগছে।
তারুণ্যের সরাইলের সিনিয়র অ্যাডমিন রায়হান চৌধুরী অভি জানান, আমরা এবার ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করেছি। যেহেতু ১০ টাকা মূল্য রেখে বিতরণ করেছি, তাই আমাদের পণ্য সামগ্রী স্বাচ্ছন্দ্যে সকলেই গ্রহণ করতে পেরেছে। দেশ ও প্রবাসের অনেকেই আমাদের সহযোগিতা করেছেন।
সূএ: জাগোনিউজ
ইমি/পথিক নিউজ