আশুগঞ্জের দুর্গাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

লেখক: দেলোয়ার হোসাইন মাহদী
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজায় অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক মুসলিম গণহত্যা বন্ধ ও ভারতের মুসলমানদের উপর চলমান নৃশংস আক্রমণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জের দূর্গাপুরে ইমাম, উলামা ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিলটি মুফতি জুনায়েদ কাসেমীর আহ্বানে অনুষ্ঠিত হলে মুফতি ইসলাম উদ্দিন সা’দ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাও: জুনাইদ কাসেমী, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাও: রফিকুল ইসলাম, মুফতি আব্দুল মুমিন মিসবাহ, মাও: শওকত আলী মাজেদী,এইচ এম আব্দুল্লাহ, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা হুমায়ুন ,মাওলানা আব্দুর রাকিব,মাওঃ আব্দুল আওয়াল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজ থেকে ৫০ বছর আগেও ঈসরাইল ছিলোনা ইনশাআল্লাহ অতিশীঘ্রই থাকবেনা। এরা বেঈমান, ধোঁকাবাজ জাতি। এরা এদের নবীকেও ধোকা দিয়েছে। এখন সারা বিশ্বকে ধোকা দিচ্ছে। সুতরাং সারা বিশ্বকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে।
তাঁরা আরও বলেন, হযরত ওমর (রা.) কে জিজ্ঞাসা করা হয়েছিলো, এই মুহুর্তে আপনার ঘরে কে আসলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন। তিনি উত্তরে বলেছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ অথবা বীর কোনো সাহাবী। কারণ তারা বীরত্বের অধিকারী। সুতরাং আমিরুল মু’মিনীনগণের মতো বীর দেরকে মুসলিম দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই । যাতে করে তারা ফিলিস্তিনের পক্ষে লড়াই করে ইহুদীদেরকে পরাজিত করে ফিলিস্তিনের ভুমিকে স্বাধীন করতে পারে। তাঁরা আরও বলেন, ভারতে মুসলিম নির্যাতন বন্ধ না হলে অচিরেই ভারতে ইসলামের পতাকা উড্ডীন হবে। ইনশাআল্লাহ। ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে।

  • #আশুগঞ্জ #দুর্গাপুর #বিক্ষোভ #মিছিল #রাজনীতি #বাংলাদেশ #সংবাদ #আন্দোলন #স্থানীয়_সংবাদ