ইশার আগে তারাবিহ আদায় করা যাবে কি না

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

রমজানে তারাবিহ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় রমজানের রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

 

রমজানে প্রতিদিন ইশার ফরজ নামাজের পর তারাবিহ নামাজ আদায় করতে হয়। ইশার ফরজ নামাজ আদায়ের আগে তারাবিহ পড়লে তা তারাবিহ হিসেবে গণ্য হয় না। তাই কেউ যদি মসজিদে পৌঁছে দেখে ইশা শেষ হয়ে তারাবিহ শুরু হয়ে গেছে, তাহলে প্রথম ইশার ফরজ নামাজ আদায় করে তারপর তারাবিহ নামাজে শরিক হবে। ইশা আদায় না করে তারাবিহ নামাজে শরিক হওয়া যাবে না।

ইমি/পথিক নিউজ