আরিশা ইমি : আজ ১৫ এপ্রিল, কবি, গীতিকার, সাংবাদিক ও সাহিত্য সংগঠক লিটন হোসাইন জিহাদের জন্মদিন। সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে তাঁর অবদান তাঁকে ব্রাহ্মণবাড়িয়া ও দেশের বুদ্ধিজীবী সমাজে একটি উজ্জ্বল নাম করে তুলেছে।
লিটন হোসাইন জিহাদ একাধারে একজন কবি, গীতিকার, গবেষক ও সাংবাদিক। তাঁর সাহিত্যকর্মে সমাজ, সময়, প্রেম ও ইতিহাসের গভীর প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে – তুমিহীনা বন্ধ্যা সময়, সময় এখন জাগরণের এবং আর্তুগালী। কবিতার পাশাপাশি গান লেখাতেও তিনি সমানভাবে পারদর্শী।
সাহিত্যে তাঁর দীর্ঘদিনের অবদানের অংশ হিসেবে তিনি গত ১৮ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম সাহিত্য সংগঠন ‘পথিক সাহিত্য পরিষদ’-এর মাধ্যমে সাহিত্য সাধনায় যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি কবি আল মাহমুদ স্মৃতি পরিষদ ও গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক।
কবি ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদের জন্মদিন আজ
সাংবাদিকতা পেশায়ও তিনি সক্রিয় ও সফল। তিনি বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (PIB) থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দৈনিক সকালের সময় ও দৈনিক সবুজ বাংলা-তে সাংবাদিকতা করেছেন।
মিডিয়া অঙ্গনে তাঁর আরও একটি গুরুত্বপূর্ণ পরিচয়—তিনি ব্রাহ্মণবাড়িয়ার প্রথম আইপি টিভি ‘পথিকটিভি’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এই চ্যানেলের মাধ্যমে তিনি স্থানীয় সহ সারাদেশের সংস্কৃতি, সংবাদ এবং সামাজিক সচেতনতা নিয়ে কাজ করে চলেছেন।
কবি লিটন হোসাইন জিহাদের জন্মদিনে সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের অসংখ্য সহকর্মী, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ঘিরে চলছে প্রশংসা ও ভালোবাসার ঢল।
তাঁর জন্মদিনে আমরা তাঁর প্রতি জানাই হৃদয়ভরা শুভেচ্ছা ও অভিনন্দন। কামনা করি—তাঁর সৃজনশীল পথচলা হোক আরও দীপ্তিময়, সাফল্যময়।