জামাতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় সিংড়ায়

লেখক: মোঃ ইব্রাহিম আলী
প্রকাশ: ৬ দিন আগে

নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী পৌর শহরের একটি হলরুমে পৌর জামায়াতের আয়োজনে এ রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতে ইসলামী আমীর মাওলানা সাদরুল উলা’র সভাপতিত্বে ও সেক্রেটারী মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতে আমীর ড. মীর নুরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, আফছার আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী প্রমুখ।

এসময় দারস পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শফিকুল ইসলাম মাসুদ।