ডোমারে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানিভাতা প্রদান

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ডোমারে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানিভাতা প্রদান

সোহেল রানা,ডোমারঃ নীলফামারীর ডোমার পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানিভাতা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮শে মার্চ) বিকেলে উপজেলার পৌরসভা কার্যালয় হলরুমে আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম বিপিএএ ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুন্নবী ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌরসভা কর্তৃপক্ষ ২২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মিলে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা সম্মানিভাতা প্রদান করা হয়

  • ডোমারে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানিভাতা প্রদান