দিনাজপুর প্রতিনিধি : ছয় দফা দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি শুরু করেন।
এক পর্যায়ে দিনাজপুর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ স্থানীয় অন্যান্য বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দেন। ফলে দিনাজপুর-ফুলবাড়ী সড়ক ও রেলপথে যানবাহন এবং ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ছয় দফা দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে তারা রাজপথে নেমে আন্দোলন করছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের জন্য ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করা।
২. কারিগরি সেক্টরের সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করা।
৩. বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা।
৪. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দেওয়া।
৫. প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ।
৬. জুনিয়র ইন্সট্রাক্টর পদের জন্য ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করা।
দিনাজপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে রেল ও সড়ক অবরোধ
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ আমাদের ন্যায্য অধিকার বারবার অবহেলিত হচ্ছে। এই অবস্থা আর মেনে নেওয়া যায় না। দাবিগুলো মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা রেললাইনের উপর ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন এবং দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাদের এই কর্মসূচির ফলে উত্তরবঙ্গসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।