নাশকতার মামলায় নাসিরনগরের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

লেখক: ইয়াছিন চৌধুরী নিবিড়
প্রকাশ: ১ মাস আগে
নাশকতার মামলায় নাসিরনগরের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. জিতু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে তিনি গুনিয়াউক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

রবিবার (৩ আগস্ট) রাতে নাসিরনগরের চিতনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম। তিনি বলেন, “তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। এসবের প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় জিতু মিয়া চিতনা বাজারের যুবলীগ নেতা আব্দুল্লাহর দোকানে অবস্থান করছিলেন। সেখানে নিয়মিতভাবে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে তিনি রাজনৈতিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। দল পুনর্গঠনের জন্য এলাকাব্যাপী সক্রিয় ভূমিকা রাখছিলেন বলেও দাবি করেন তার ঘনিষ্ঠরা।

উল্লেখ্য, মো. জিতু মিয়া দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার গ্রেফতারের ঘটনায় গুনিয়াউক ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে