নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই একুশে বই মেলার দিন জানা যাবে
পথিক নিউজ ডেস্ক: অমর একুশে গ্রন্থমেলা-২০২৬ এর সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণের পরই মেলার সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে বইমেলার সময় নির্ধারণ বিষয়ে সমিতির প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়।
বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেওয়া হয় এবং রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও বিবেচনায় নেওয়া হয়। আলোচনায় উঠে আসে, জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই মেলা আয়োজন সবচেয়ে বাস্তবসম্মত হবে বলে অংশগ্রহণকারীরা একমত হন।
বৈঠকে সিদ্ধান্ত হয় — জাতীয় নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই অমর একুশে বইমেলা-২০২৬ এর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে।
বাংলা একাডেমির পক্ষ থেকে আরও জানানো হয়, মেলা আয়োজনের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
সূত্র:সময়টিভি