ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিয়াজুল নামে একজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। নিহত মিয়াজুল শ্রমিকদল নেতা তুহিনের চাচা সে বিএনপি পরিবারের সন্তান বলে জানা গেছে।
বুধবার (১৪ মে) দুপুরের দিকে ইউনিয়নের চান্দের বাড়ি ও ছলিম বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ দুপুরে তা চরমে পৌঁছে সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।এতে মিয়াজুল নামের একজন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় মিয়াজুল জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিএনপি নেতা মৃতু্ তকদির মেম্বারের ছেলে দিপন তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল বিএনপির আনন্দ শোভাযাত্রা নিয়ে উৎকন্ঠা দেখা দিয়েছে বিএনপির কর্মীদের মাঝে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।