ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ মো. মহসিন আর নেই

লেখক: মো: মনির হোসেন
প্রকাশ: ৩ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ মো. মহসিন আর নেই

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর, বিশিষ্ট সালিশকারক ও সমাজসেবক শেখ মো. মহসিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।

শেখ মো. মহসিন ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব মেড্ডার কৃতি সন্তান ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা পূর্ব মেড্ডার বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন। ইমামতি করেন জামেয়া ইউনুসিয়া মাদ্রাসার আলেম হযরত মাওলানা আবুবকর । জানাজা শেষে তাকে পূর্ব মেড্ডা কবরস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই শেখ আল মামুন, এডভোকেট মিনহাজ, মেড্ডা বাজার কমিটির সেক্রেটারি ফখরুল, বাস মালিক সমিতির সভাপতি হাজ্বী জমসেদ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুআলম সিদ্দিকী, এডভোকেট আব্দুর রহমান, মরহুমের বড় ছেলে রাফাতসহ আরও অনেকে।

বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ