ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিভিন্ন মামলায় অভিযুক্ত ৪ জন আসামিকে র্যা বপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র্যা ব ) সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ২৮ মার্চ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র আইনের মামলা ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, ব্রাহ্মণাবড়িয়া শহরস্থ দক্ষিণ মৌড়াইল এলাকার মারুফ মিয়ার ছেলে মো: শাহিন তার বিরুদ্বে ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানার ৩টি ডাকাতি মামলা রয়েছে।
কান্দিপাড়া এলাকার সফিক মিয়ার ছেলে সাইমন । তার বিরুদ্বে ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানার ২টি ডাকাতি মামলা রয়েছে ।
কাজিপাড়া এলাকার বাসিন্দা মন মিয়ার ছেলে আল আমিন। তার বিরুদ্বে ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানার একটি চুরির মামলা রয়েছে ।
ব্রাহ্মণাবড়িয়া শহরস্থ বিজয়নগর উপজেলার ছত্তরপুর এলাকার বাসিন্দা শাহিদ শিকদারের ছেলে মাসুম মিয়া । তার বিরুদ্বে ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানার একটি মাদক মামলা রয়েছে ।
এ বিষয়ে র্যাবের একজন কর্মকর্তা বলেন, “আমরা অপরাধমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার জন্য নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়।”
ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন জানান , গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের আটক করে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়ে