মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত না হওয়ায় চরম ভোগান্তি, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

লেখক: মোস্তফা আল মাসুদ
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত না হওয়ায় চরম ভোগান্তি, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

বগুড়া প্রতিনিধি: ঐতিহাসিক মহাস্থানগড়—পর্যটক, ধর্মপ্রাণ মানুষ ও ব্যবসায়ীদের কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে বিখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ সুলতান (রহ.)-এর মাজার, মহাস্থান জাদুঘর ও উত্তরবঙ্গের বৃহত্তম সবজি হাট। প্রতিদিনই এখানে ভিড় লেগে থাকে দেশ-বিদেশের পর্যটক, মাজার জিয়ারতকারী ও ব্যবসায়ীদের।

যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচলের জন্য মহাস্থানগড়ে স্থাপন করা হয়েছিল সাত সম্মুখবিশিষ্ট একটি ফুটওভার ব্রিজ। তবে এটি এখন পথচারীদের জন্য নয়, বরং দখলদারদের কবলে পড়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের বেশিরভাগ অংশই ব্যবসায়ীদের দখলে। দু’টি অংশে মৎস্য বাজার, দু’টিতে সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড, আর বাকি দু’টিতে মৌসুমি ফলের (তরমুজ) আড়ত বসানো হয়েছে। এছাড়া ব্রিজের ভেতরে ভবঘুরেদের অবস্থান, দোকানপাট ও ময়লার স্তূপের কারণে পথচারীরা এটি ব্যবহার করতে পারছেন না। ফলে ব্যস্ত মহাসড়ক দিয়েই ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে মানুষকে।

স্থানীয়রা জানান, প্রয়োজনীয় স্থানে ফুটওভার ব্রিজ থাকলেও এটি এখন শুধুই নামমাত্র। দখলদারদের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে, যার ফলে রাস্তার ওপর দিয়ে পারাপার হওয়া ছাড়া উপায় নেই। এতে যানজটের মাত্রা আরও বেড়ে যাচ্ছে। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের পথে এটি বড় বাধা হয়ে দাঁড়াবে।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ঈদের আগেই ফুটওভার ব্রিজ দখলমুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন এলাকাবাসী ও যানবাহন চালকরা দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছেন। তারা চান, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ফুটওভার ব্রিজটি দখলমুক্ত করুক এবং যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করুক, যাতে মহাস্থান এলাকায় যানজট নিরসন হয় এবং জনদুর্ভোগ কমে।

এখন দেখার বিষয়, কত দ্রুত প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয় এবং পথচারীরা তাদের জন্য নির্মিত ফুটওভার ব্রিজের সুবিধা ফিরে পান।

  • আশ্বাস
  • দখলমুক্ত না হওয়ায় চরম ভোগান্তি
  • দ্রুত
  • ফুটওভার ব্রিজ
  • ব্যবস্থা নেওয়ার
  • মহাস্থান