নমিনিশনের বৈধতা পেয়ে লাইভে এসে কাঁদলেন,ফিরোজুর রহমান ওলিও

লেখক:
প্রকাশ: ৫ মাস আগে

লিটন হোসাইন জিহাদ,ব্রাহ্মণবাড়িয়া: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিওর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

 

৩ ডিসেম্বর রোববার সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওলির মনোনয়ন অবৈধ্য বলে ঘোষনা করেন। বাছাইয়ে শতকরা এক ভাগ ভোটারের তালিকা যাচাইয়ে সঠিক না পাওয়া (গড়মিল থাকায়) ফিরোজুর রহমান ওলিও’র মনোনয়নপত্রটি বাতিল  করেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন কমিশনে আপিলের দশ দিন পর আজ ১৩ ডিসেম্বর বুধবার আপিলে ফিরোজুর রহমান ওলিওর মনোনয়ন বৈধ্য ঘোষনা করা হয়।

নির্বাচন কমিশনে মনোনয়ন বৈধ্যতা পাওয়ার পর ফিরোজুর রহমান ওলিও লাইভে এসে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগ) আসনের সর্বস্তরের জনগনকে ধন্যবাদ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন আপনাদের দোয়া আমাকে আবারো আপনাদের মাঝে নিয়ে আসছে।

উল্লেখ্য ফিরোজুর রহমান ওলিও গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন লাভের আশায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।