আখাউড়ায় যৌথ অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ নারীসহ আটক ৫, অভিযানের সময় হামলার অভিযোগ

লেখক: মোঃশরিফ মিয়া
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী গ্রামে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, ইলেকট্রনিকস সামগ্রীসহ নারীসহ পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় অভিযানে অংশ নেওয়া সদস্যদের ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে।

আজ বুধবার (২৫ জুন ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে আখাউড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আখাউড়া থানার পুলিশ ও বিজিবির একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি বাড়ি থেকে প্রায় ৩৫০০ পিস ইয়াবা, ৬০০ পিস ট্যাপেন্টাডল, ৩২টি মোবাইল ফোন (এর মধ্যে ১৩টি অ্যান্ড্রয়েড ও ১৭টি সাধারণ মোবাইল), ২টি ল্যাপটপ, এবং মাদক বিক্রির নগদ ২১,০০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন:

১. মোঃ জনি মিয়া (২২), পিতা: মোঃ ফারুক মিয়া
২. মোঃ মুশের্দ মিয়া (৩২), পিতা: মোঃ জাহের মিয়া
৩. মোঃ ইদন মিয়া (২৫), পিতা: জাহের মিয়া
৪. মোছাঃ আইমন আক্তার (২৫), পিতা: জাহের মিয়া
৫. স্বপ্না বেগম (২৮), স্বামী: কালু মিয়া

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একদল লোক যৌথ বাহিনীর সদস্যদের উপর হামলার চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আটকদের বিরুদ্ধে আখাউড়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।