W3Schools.com  

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কাউন্সিল -২০২৩ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ২০ মে শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কাউন্সিল অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রিন্সিপাল আব্দুল হক আল আজাদের সভাপতিত্বে
পীরেতরিকত আলহাজ্ব কামরুজ্জামান বুলবুলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাছিয়াতা দরবার শরীফের পীরেতরিকত শাহসূফী সৈয়দ জাফরুল কুদ্দুছ গালেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরে তরিকত এড. মোস্তাফিজুর রহমান নোমান, পীরজাদা পীর নওশাদ কবির চিশতী, এড.সৈয়দ পাহলভী, পীরেতরিকত মোঃখবির আহমেদ, কে এম আব্দুল্লাহ্ প্রমূখ।

উক্ত কাউন্সিলে প্রিন্সিপাল আলহাজ্ব আব্দুল হক আল আজাদ কে সভাপতি, পীরেতরিকত এড.সৈয়দ মোস্তাফিজুর রহমান কে সহ-সভাপতি, পীরেতরিকত শাহসূফী সৈয়দ জাফরুল কুদ্দুছ গালেব কে সাধারণ সম্পাদক, পীরেতরিকত মাওলানা আলহাজ্ব কামরুজ্জামান বুলবুলি কে সাংগঠনিক সম্পাদক, পীরজাদা নওশাদ কবির চিশতী কে অর্থ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করাহায়।
কাউন্সিল শেষে টি এ রোড থেকে কাউতলী মোড়ে পর্যন্ত আনন্দ র্য্যালী বের করাহয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করাহয়।