রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ওপর সাম্প্রতিক হামলাকে “একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসন” বলে মন্তব্য করেছেন। সোমবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, “ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণের আগ্রাসনের কোনও ভিত্তি বা যুক্তি নেই।” তিনি আরও বলেন, “মস্কোতে আজ আপনার উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি এসব কঠিন বিষয় নিয়ে আলোচনা করার এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজে বের করার এক বিরল সুযোগ করে দিয়েছে।”
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ, যা এখন কৌশলগত পর্যায়ে পৌঁছেছে।” তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলাকে “আন্তর্জাতিক নিয়ম ও রীতির সুস্পষ্ট লঙ্ঘন” হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ইরান ও রাশিয়ার মধ্যে একটি “ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি” স্বাক্ষরিত হয়েছে। তবে এই চুক্তি সামরিক জোট নয় এবং এটি রাশিয়াকে ইরানের পক্ষে সামরিকভাবে হস্তক্ষেপে বাধ্য করে না।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানের ওপর বিদেশি হামলার প্রেক্ষাপটে এই বৈঠক এবং পুতিনের মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
#সূত্র:বিবিসি