কুয়েত প্রতিনিধি: শুক্রবার কুয়েতের রাজধানী কুয়েত সিটি বিচ এরিয়াতে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ও “কুয়েত বাংলাদেশ সেতুবন্ধন” গ্রুপের পক্ষ থেকে “বিচ ক্লিন কেম্পেইন” সম্পন্ন হয়।
কুয়েত প্রবাসী একঝাঁক তরুণ উক্ত কেম্পেইনে অংশগ্রহন করেন।
কেম্পেইনটি পরিচালনা করেন- মো: খাইরুল ইসলাম, মেহেদি রুবেল, এস এ শাহাব, রনি গমেজ, মোশারফ হোসেন, রাশেদ ইসলাম কিং, সুমন হাসান, রিপন আলী,শামসুল ইসলাম সহ কুয়েত টিমের প্রাণপ্রিয় ভলান্টিয়ার ও সদস্যবৃন্দ ।
সংক্ষিপ্ত বক্তব্যে, তারা সকলে তাদের মেন্টর জনাব “ইকবাল বাহার জাহিদ” স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন-প্রিয় মেন্টরের মানবিক শিক্ষায় আজ তারা মানবিক ও সামাজিক কাজ করার উৎসাহ পান। তারা বলেন-ক্লিন কেম্পেইনের মাধ্যমে পরিবার,সমাজ,দেশ ও বিশ্বকে ক্লিন করার মধ্য দিয়ে একটি সুন্দর পৃথিবী গড়তে চাই।