খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ২৮ কেজি গাঁজা উদ্ধার

লেখক:
প্রকাশ: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ২৮ কেজি গাঁজাসহ একটি ট্রাক্টর আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। আজ রবিবার (২০ নভেম্বর ) দুপুর ১২ টায় সরাইল উপজেলার পশ্চিম কুট্রপাড়া নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কের উত্তর পাশ থেকে ট্রাক্টরটি আটক করা হয়।

হাইওয়ে পুলিশের মোবাইল ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ অভিমুখী একটি ট্রাক্টর কে থামানোর চেষ্টা করলে ট্রাক্টর এর চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাক্টরটি তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ২৮ কেজি গাঁজা উদ্ধার