W3Schools.com  

নরসিংদীর পলাশে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

লেখক: Fardin Hasan
প্রকাশ: ১২ মাস আগে

মোঃ ফারদিন হাসান দিপ্ত, নরসিংদী প্রতিনিধিঃ “বিনিয়োগে অগ্রাধিকার,কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে পালিত হয়েছে জাতীয় শিশু কন্যা দিবস। আজ শনিবার সকালে পলাশ উপজেলা মহিলা বিষয়ক কার্ষালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা,সমিতির অনুদানের চেক বিতরন ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের পোশাক বিতরন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শর্মিলা সাঈদ মৌরী প্রমুখ।