গাউছুল আজম বড়পীর (রহঃ) এর ওফাত দিবস উদযাপন উপলক্ষে ফাতেহা-ই- ইয়াজদাহম পালিত

লেখক:
প্রকাশ: ৬ মাস আগে

আমিনুল ইসলাম ইকবাল  :  ১১ই রবিউস সানি ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার এ ঢাকা মুশুরীখোলা দরবারের পীরসাহেব নেওয়াজ কেবলার নির্দেশে মোঃ ইয়াছিন মোল্লা ৩০ তম ফাতেহা ই  ইয়াজদাহম তার নিজ বাড়িতে পালন করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন,জনাব মাজহারুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান নাছিরনগরী।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোলাম ইয়াছিন রেজা আত্বরী, মুবাল্লীগে দাওয়াতে ইসলামী।

বক্তারা বলেন ‘ইয়াজদাহম’ অর্থ এগারো, আর ‘ফাতিহা’ অর্থ দোয়া করা। আল্লাহর ওলি বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (র.) এর মৃত্যু (ওফাত) দিবস উপলক্ষে মুসলমানদের দোয়া অনুষ্ঠানই হচ্ছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’। এ দিন মুসলমানদের ঐচ্ছিক ছুটির দিন।

 

উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জনাব মোঃ জায়েদুল হক, প্রভাষক, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ।জনাব জামাল মিয়া, জনাব আঃ মন্নাফ,মোঃ নওয়াব মিয়া,  ইসলাম পুরে মান্যগণ ব্যাক্তিবর্গ।উক্ত অনুষ্ঠান পরিচালনা করে,মোঃ শাহ আলম, নূর আলম লিটন। সবশেষে দোয়া মোনাজাত ও নিয়াজ বিতরণ এর মাধ্যমে সমাপ্তি করে।