W3Schools.com  

নাটোরের নলডাঙ্গায় গরুর গাড়ির সাথে অটো ভ্যানের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

মোঃ মনজুরুল ইসলাম,নাটোর: নাটোরের নলডাঙ্গায় গরুর গাড়ির সাথে অটো ভ্যানের ধাক্কায় ভ্যানের যাত্রী আশরাফুল আলম (শাহীন) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। নিহত আশরাফুল আলম (শাহীন) সিংড়া উপজেলার রাখসা গ্রামের আকবর আলীর ছেলে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সিংড়া-নলডাঙ্গা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও স্থানীয়রা জানান,আশরাফুল আলম অটো ভ্যান যোগে নলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আঁচড়াখালী এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি গরুর গাড়ীর সাথে অটো ভ্যানের ধাক্কা লাগে। এ সময় ভ্যানের যাত্রী আশরাফুল আলম ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় আশরাফুল আলমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে