ফরিদপুরের সালথায় মারামারি ও কাইজা ৭জন আসামি গ্রেফতার

লেখক: মোঃইলিয়াছ খান
প্রকাশ: ১ মাস আগে

ফরিদপুর জেলা প্রতিনিধি,ফরিদপুরের সালথায় মারামারি ও বিস্ফোর আইনে হাওয়া মামলায় ৭ জনকে গ্রেফতার করেছেন র‍্যাবিড অ্যাকশান ব্যাটেলিয়ান(র‍্যাব১০)রবিবার (০১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ৩১ মে রাত ৮ টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারাকৃতরা , ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া এলাকার মৃত মোমিন মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৫১) একই এলাকার টুকু মাতুব্বরের ছেলে রিপন মাতুব্বর(৪৩) মধ্য বালিয়া এলাকার রুস্তম ব্যাপারীর ছেলে শাহিন বেপারী(৪০) কাঠিয়ার গোট্টি এলাকার মৃত শন্ত মাতুব্বরের ছেলে ইস্কান্দার আলী (৪৪) বড় বালিয়া গ্রামের গালিম মাতুব্বরের ছেলে হাফিজুর মাতুব্বর (৩৪) ছোট বালিয়া গ্রামের মৃত আকমান মাতুব্বরের ছেলে জাফর মাতুব্বর (৬১) ও দোহার গট্টি গ্রামের মলো মাতুব্বরের ছেলে জাহাঙ্গীর মাতুব্বর (৪৭) এরা সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা করবে বলে জানা যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।