W3Schools.com  

বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশের

লেখক:
প্রকাশ: ২ years ago

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ব্রিসবেনে প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হারে সাকিব আল হাসানের দল।

আজ দ্বিতীয় অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে পারেনি বাংলাদেশ। বৃষ্টি হানা দেওয়ায় টসের আগেই পরিত্যক্ত হয় এই প্রস্তুতি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে মাঠে নামার আগে তাই প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশ দলের।অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রিসবেনে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। পরে বৃষ্টির বেগ আরও বাড়ে। অ্যালান বোর্ডার মাঠে উইকেটের কাভারই সরানো যায়নি। সোমবার হোবার্টে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন সাকিব-লিটনরা। ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়া দলও যোগ দেবে সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।