বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে ‘টাকার রং কালো’ নাটকের ৩৮তম মঞ্চায়ন হয়েছে। ৬ মার্চ শ্রী সুনীল চক্রবর্তী রচিত এবং শেখ মো. আব্দুল হক নির্দেশিত নাটকটি বেইলি রোডের গাইড হাউজ অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিকের পরিচালক (অর্থ) মো. কামাল উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বিসিকের পরিচালক (প্রশাসন) শ্যামলী নবী, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশীদ, অধ্যক্ষ বিটিআই মো. শফিকুল আলম, বিসিক কর্মকর্তা সমিতির সভাপতি অখিল রঞ্জন তরফদার, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আকতার হোসেন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভুঁইয়া।
বিজ্ঞাপন
স্বাগত বক্তব্য রাখেন বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল হক। সভাপতিত্ব করেন বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আমির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দিন বিশ্বাস বলেন, ‘দেশের আর্থ-সামাজিক পরিবর্তনের জন্য নাটক একটি বড় হাতিয়ার। তিন যুগেরও বেশি সময়ের ঐতিহ্যকে ধারণ করে বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন নাটকটি মঞ্চায়ন করেছে। এটি একটি বস্তুনিষ্ঠ ও যুগান্তকারী উদ্যোগ।’
বিজ্ঞাপন
বিশেষ অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, ‘এই নাটকের মাধ্যমে মূলত বর্তমান যুগের সামাজিক অবক্ষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
বিসিকের উদ্যোগে ‘টাকার রং কালো’র সফল মঞ্চায়ন
বিজ্ঞাপন
অখিল রঞ্জন তরফদার বলেন, ‘ডিজিটাল যুগের হাজারো কর্মব্যস্ততার মাঝে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের নিরিখে নাটকটি আমাদের মতো কর্মজীবী মানুষের জন্য তাৎপর্যপূর্ণ।’
অনুষ্ঠানের সভাপতি আমির হোসেন বলেন, ‘সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এবং ইট-পাথরের সমাজে চিত্তবিনোদনের জন্য নাটকটির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে কর্মজীবনে শত ব্যস্ততার মাঝে কিছুটা আনন্দ পাওয়া সম্ভব হবে এটাই আমাদের প্রচেষ্টা।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিকের উপব্যবস্থাপক (উপকরণ) তারানা জাহান তানিয়া, এবং নকশাবিদ শেখ আলী আশরাফ ফারুক।
ইমি/পথিক নিউজ