মজলিশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: জাকির হোসাইন জিকু
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
মজলিশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৈন্দ উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ মার্চ (২৭ রমজান, শুক্রবার) ১নং মজলিশপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু কামনা এবং শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং মজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, ১নং মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান সরকার, মজলিশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নাছির উদ্দীন, জেলা যুবদল নেতা মেঃ জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি কাজী মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের জন্য বিশেষ মুনাজাত করা হয়। পাশাপাশি, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে খুন, গুম, নির্যাতন ও জেল-জুলুমের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মজলিশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও কারানির্যাতিত নেতা মোঃ নাছির উদ্দীন। ইফতার বিতরণের মাধ্যমে এই মহতী আয়োজনের সমাপ্তি ঘটে।

  • অনুষ্ঠিত
  • ও ইফতার মাহফিল
  • মজলিশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া