মহর্ষি বাবুল ফকিরের দশম বার্ষিকী ওরশ পালিত

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

রিয়াজ ইনসান:  জনক জন্ম দেয়; জননী ধারণ করে। শুনছিলাম, মহর্ষি বাবুল ফকিরের অমৃত বাণী। এভাবেই ধারণ করছেন তিনি মানবমুক্তির মন্ত্র। করছেন সূফী সাধনা। শত যন্ত্রণা পেরিয়ে মহর্ষিগণ তাদের ভক্ত অনুরাগীদের মুকুট হয়ে থাকেন। যেমনটা ছিলেন একই এলাকায় শায়িত মহর্ষি মনমোহন দত্ত। গত ৮,৯,১০ ফেব্রুয়ারি ২০২৪ মহর্ষি বাবুল ফকিরের বাড়িতে তিনদিনব্যপী ওরশ পালন করেন তার ভক্তবৃন্দগণ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নাটঘর ইউনিয়নের শান্তিপুর গ্রামে বরাবরের মতো এবারও ওরশটি পালিত হয়।