সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগরঃ

সৌদি আরবের তাইয়্যেবাহ শহরে সড়ক দুর্ঘটনায় মো.শেখ ওয়ারু মিয়া (৫৫) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।২৯ এপ্রিল ২০২৩ রোজ শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় আলমগীর নামের আরো এক প্রবাসী গুরুতর আহত হন। তার বাড়ি কুমিল্লা।

নিহত ওয়ারু মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামে। তিনি মোঃ উঞ্জুর আলীর ছেলে।ওয়ারু মিয়া সৌদি আরবের তাইয়্যেবাহ শহরে বসবাস করতেন। সেখানে তিনি একটি কোম্পানিতে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার দিন ভোরে তাইয়্যেবাহ শহরে সড়কের পাশে প্রবাসীদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

নিহত ওয়ারু মিয়ার ভাতিজা প্রবাসী গিয়াসউদ্দিন বলেন, মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে আনা হবে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি বাংলাদেশের সরকার সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/pothiknews/public_html/wp-includes/functions.php on line 5309