মোঃ আব্দুল হান্নানঃ- হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লক্ষীপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৬ এপ্রিল ২০২৩ রোজ বুধবার সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় শুরু হওয়া সংঘর্ষে প্রায় দেড় ঘটিকার সময় শেষ হওয়া উভয় পক্ষের মধ্যে দাওয়া পালটা ধাওয়া হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ফিকলের আঘাতে গ্রামের আবু সিদ্দিকের ছেলে জহিরুল ইসলাম (২৬)মারাত্বক আহত হয়। এলাকাবাসী রক্তাক্ত জহিরুল কে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা যায় গোষ্ঠীগত দলাদলির কারনে বর্তমান মেম্বার হিরা মিয়ার সাথে সাবেক মেম্বার মুজিবের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ ব্যাপারে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসতিয়াক মামুন জহিরুলের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছ লক্ষীপুরের সংঘর্ষের ঘটনায় আহতদের মাঝে ৩৪ জনকেএখানে চিকিৎসা দেয়া হয়েছে।এর মাঝে মুমূর্ষ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।