হলিউড শীর্ষ পাঁচ

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

১. ড্যুন : পার্ট টু। ২. বব মার্লে : ওয়ান লাভ।

৩. ম্যাডাম ওয়েব। ৪. অর্ডিনারি এঞ্জেল। ৫. মাইগ্রেশন।

 

 

 

 

ড্যুন : পার্ট টু

 

দেনি ভিলনভ পরিচালিত সাই-ফাই অ্যাকশন ফিল্ম। ‘অগাস্ট থার্টি সেকেন্ড অন আর্থ’ (১৯৯৮), ‘মেলস্টর্ম’ (২০০০), ‘পলিটেকনিক’ (২০০৯), ‘ইনসেন্ডিস’ (২০১০), ‘প্রিজনার্স’ (২০১৩), ‘এনিমি’ (২০১৩), ‘সিকারিও’ (২০১৫), ‘অ্যারাইভাল’ (২০১৬), ‘ব্লেড রানার টোয়েন্টি ফর্টিনাইন’ (২০১৭), ‘ড্যুন’ (২০২১) ভিলনভ পরিচালিত ফিল্ম। নোন ইউনিভার্সের সম্রাটকে ধ্বংস করার তার পরিবারের শতাব্দী দীর্ঘ প্রয়াসকে অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে পল আট্রাইডিস (টিমোথি শালামে)। চানি (জেন্ডায়া) এবং ফ্রেমেনদের সঙ্গে পলের পরিচয় হয় তার এই যাত্রায়। তারাও তার সঙ্গে এই যুদ্ধযাত্রায় সঙ্গী হয়। ভবিষ্যদ্বাণী অনুযায়ী পল হল ‘চোজেন ওয়ান’ এবং তার রয়েছে ভবিষ্যৎ দেখতে পাবার বিরল ক্ষমতা। কিন্তু এরপরও তার সামনে যে কত বড় বিপদ অপেক্ষা করছে তা সে দেখতে পাচ্ছে না। অবশ্য এটা সে জানে আসন্ন যুদ্ধে এমন সব দল তার বিরুদ্ধে দাঁড়াতে অপেক্ষা করছে যারা তাকে মৃত দেখতে চায়, এর মধ্যে আছে ভয়ানক শক্তিধর পেইড-রাউথা হারকোনেন (অস্টিন বাটলার)। এদের সবার বিরুদ্ধে দাঁড়াবার জন্য পল আর চানি তাদের বুদ্ধি আর ক্ষমতার সবটা ব্যবহার করছে। একটা সময় আসে যখন পল আর তার মাঝে এসে দাঁড়ায় তার ভালবাসা বা তার পরিবারের জন্য প্রতিশোধ নেবার সেই যাত্রার মাঝ থেকে একটিকে বেছে নেবার মত পরিস্থিতি।

ইমি/পথিক নিউজ