আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামবাসীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৬ শে মার্চ) বুধবার তালশহর বুধাই সাহা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে, মোঃ আলী মিয়া’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ভ্যাচ্যুয়ালি যুক্ত হয়ে ইফতার ও দোয়া মাহফিলে শরীক হোন, ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নাছির মুন্সী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আশুগঞ্জ উপজেলা বিএনপি, দোয়া ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মোঃ নাছির মুন্সী, সেসময় তিনি বলেন, বিগত দিন গুলোতে আ.লীগের শাসন আমলে আশুগঞ্জে বিএনপির দূর দিনে যারা দলীয় নেতা-কর্মীদের সাথে রাজ পথে আন্দোলন সংগ্রাম করেছে, আ. লীগের মিথ্যা মামলায় জেল- জুলুমের শিকার হয়েছে। সেসমস্ত নেতাকর্মীদের উপজেলা বিএনপির কমিটি ও ইউনিয়ন বিএনপির কমিটি থেকে অনেক’কে বাদ দিয়ে নতুন কমিটি দেওয়া হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, সেসময় আরো উপস্থিত ছিলেন। আজিজুর রহমান, সাবেক সহ-সভাপতি আশুগঞ্জ উপজেলা বিএনপি, সহ-সভাপতি মোঃ বাহার মিয়া, শামসুল হক মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক, আশুগঞ্জ উপজেলা বিএনপি, ডাক্তার হানিফ, সাবেক সদস্য আশুগঞ্জ উপজেলা বিএনপি, আমির হোসেন, যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল আশুগঞ্জ উপজেলা। আকরাম খাঁন যুগ্ম আহবায়ক ছাত্রদল, আমানত উল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক আশুগঞ্জ উপজেলা ছাত্রদল, সাজু সরকার, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, ফিরোজ মিয়া সরকারি কলেজ, জামাল খন্দকার যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল আশুগঞ্জ উপজেলা। ফারুক সরকার আহ্বায়ক, চর চারতলা ইউনিয়ন বিএনপি, শাহ্ জালাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আশুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আশুগঞ্জ সদর। দোয়া ও ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন। আনিছুর রহমান লিটন, মোঃ ফাইজুর রহমান সরদার, মোঃ রতন সরকার। ইফতার ও দোয়া মাহফিলের প্রাক্কালে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে, দেশ ও জাতির কল্যাণে ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে। ইফতার বিতরণের মধ্য দিয়ে তালশহর গ্রাম বাসীর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের সকল আনুষ্ঠানিক কার্যক্রম শেষে, ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।