জমির উপর দিয়ে ড্রেজার পাইপ নিতে বাধা দেওয়ায় জমির মালিককে কুপিয়েছে ড্রেজার ব্যবসায়ী

লেখক:
প্রকাশ: ৫ মাস আগে

ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি: জমির উপর দিয়ে ড্রেজার পাইপ নিতে বাধা দেওয়ায় জমির মালিককে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করেছেন এক ড্রেজার ব্যবসায়ী। একই সাথে পিটিয়ে আহত করেছে ওই ব্যক্তির স্ত্রী ও নাবালক সন্তানকেও।

গত ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় চন্ডালখিল (রহিমপুর) এলাকায় এই ঘটনা ঘটে। আহতের নাম শেখ মোস্তাফিজুর রহমান (৫০) তিনি ঐ এলাকার মৃত শেখ খুররম আলির ছেলে। আর হামলাকারী ড্রেজার ব্যবসায়ী হলেন একই এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে আবু বাক্কর (৫২)। আবু বাক্কর তার ছেলেও ভাইদের নিয়ে এই হামলা করেন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলা নং-১

মামলা বিরবণ থেকে জানা যায়, আবু বাক্কার দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালূ তুলে বিক্রি করে আসছে। সম্প্রতি সেই ড্রেজারের পাইপ মুস্তাফিজুর রহমানের জমির উপর দিয়ে নিয়ে গেছে আবু বাক্কার। এতে মুস্তাফিজুর বাধা দিলে তার সেই পাইপ তুলে মুস্তাফিজুরের বাড়ির সামনে রাখে। ফলে মুস্তাফিজুরের পরিবার বাড়ি থেকে বের হওয়ার ও প্রবেশ করার ক্ষেত্রে সমস্যায় পড়েন। এ বিষটি নিয়ে আবার ও প্রতিবাদ করলে আবু বাক্কার দলবল নিয়ে মুস্তাফিজুররে পরিবারের উপর হামলা করে

হামলার সময় মুস্তাফিজুর রহমানের মাথায় দা দিয়ে কুপ দিলে সাথে সাথে মাথার মগজ বের হয়ে যায়, প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ভর্তি করা হয় পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  ঢাকাতে নিয়ে আিইসিউতি ভর্তি করাতে হয় মুস্তাফিজুরর রহমানকে। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হামলার সময় মুস্তাফিজুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও তার শিশু ছেলে শেখ ইউসুফ (১০) আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে হওয়ায় জরুরী সেবা নাম্বর ৯৯৯ এ ফোন করলে পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। এ ঘটনায় বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বার্ণালক্ষার ছিনিয়ে নেওয়ার অীভযোগও করেছেন মামলার বাদি মুস্তাফিজুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম।