টিআরপিতে ‘জগদ্ধাত্রী’কে টপকে এক নম্বরে নিমফুলের মধু

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

গত কয়েক সপ্তাহ ধরে প্রথম স্থানে ছিল ‘জগদ্ধাত্রী’। তবে নতুন মাসে সিরিয়ালের প্রতিযোগিতার ফলাফলে দেখা গেল রদবদল। এ সপ্তাহে জগদ্ধাত্রীকে টপকে শীর্ষ স্থানে ‘নিম ফুলের মধু’। পর্দায় পর্ণা-সৃজনের গোয়েন্দাগিরি যে দর্শকের মনে ধরেছে সেটা বেশ বোঝা যাচ্ছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.৭। অল্প নম্বরের ফারাকে দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’। এ সপ্তাহে জ্যাস সান্যাল এবং স্বয়ম্ভূর প্রাপ্ত নম্বর ৮.৬। ৮.৩ পেয়ে গত সপ্তাহের মতো তৃতীয় স্থানে ‘ফুলকি’। চতুর্থ স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’। এই সিরিয়ালের নম্বর ৭.৮। পঞ্চম স্থানে রয়েছে শ্যামলী ও অনিকেতের গল্প। ‘কোন গোপনে মন ভেসেছে’ পেয়েছে ৭.৮। সিরিয়ালের ‘টিআরপি’ তালিকায় বাকি সিরিয়ালের নম্বর কিন্তু গত সপ্তাহের তুলনায় বেড়েছে। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের গত সপ্তাহের নম্বর ছিল ৬.৩। এ সপ্তাহে দীপা-সূর্য পেয়েছে ৬.৫। অন্য দিকে স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালের গত সপ্তাহের প্রাপ্ত নম্বর ছিল ৬.১। এ সপ্তাহে নম্বর বেড়ে দাঁড়িয়েছে ৬.৪।

এক নজওে সেরা দশ তালিকা:

০১. নিম ফুলের মধু (৮.৭), ০২. জগদ্ধাত্রী (৮.৬), ০৩. ফুলকি (৮.৩), ০৪. গীতা এলএলবি (৭.৮), ০৪. কোন গোপনে মন ভেসেছে (৭.৮), ০৫. কথা (৭.২), ০৬. কার কাছে কই মনের কথা (৬.৮), ০৭. অনুরাগের ছোঁয়া (৬.৫), ০৮. সন্ধ্যাতারা (৬.৪), ০৯. আলোর কোলে (৫.৯), ১০. তোমাদের রাণী (৫.৭)।

ইমি/পিথিক নিউজ