বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে কলেজ শাখা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।

 

 

কলেজের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।

 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জুবায়ের মাহমুদ খান শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাইমুর রহমান অভির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আরাফাত হাসান, জেলা ছাত্রলীগ নেতা উৎস, কলেজ ছাত্রলীগ নেতা, রাব্বি রায়হান, ইয়াদুল হাসান, কাজী মেহেদী, জুয়েল রানা, তাজিম, শাহিদুল প্রমুখ।

 

এসময় বক্তারা বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবি জানান এবং এ ইস্যুতে কেন্দ্রীয় যেকোনো নির্দেশনায় মাঠে থাকার ঘোষণা দেন।

সূএ:জাগোনিউজ

ইমি/পথিক নিউজ