ব্রাহ্মণবাড়িয়া, ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) :
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযানে ১০ (দশ) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে সদর থানা এলাকার বিশ্বরোড গোলচত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বিশ্বরোড গোলচত্ত্বরে অবস্থান নেয়। এ সময় মাদক কারবারিরা গাঁজার চালান নিয়ে আসছে এমন খবর পেয়ে তাদের গতিরোধ করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন—
১। সুজন আলী (২৯), পিতা- ইসহাক আলী, মাতা- নুরজাহান।
স্থায়ী ঠিকানা: ঝিনারা, ফরিদগঞ্জ, পঞ্চপল্লী-৮০২০, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর।
বর্তমান ঠিকানা: বাড়ি নং-৪৭, মধুমিয়ার টিনসেড বাড়ির ভাড়াটিয়া, করাতিটোলা ছোট মসজিদ সংলগ্ন, ৩৯নং ওয়ার্ড, থানা- যাত্রাবাড়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
২। শামীম মৃধা (৩০), পিতা- শাহ আলম মৃধা, মাতা- টুনু বেগম।
স্থায়ী ঠিকানা: খানজাপুর, থানা- গৌরনদী, জেলা- বরিশাল।
বর্তমান ঠিকানা: বেজুড়া, যমুনা ইন্ডাস্ট্রিজের বিপরীতে কামরুলের বাড়ির ভাড়াটিয়া, থানা- মাধবপুর, জেলা- সিলেট।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযান চলাকালে উপস্থিত ডিবি কর্মকর্তারা জানান, জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।