ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ জব্দ: যৌথ বাহিনীর অভিযান

লেখক: মনির হোসাইন
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ জব্দ: যৌথ বাহিনীর অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ জব্দ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকালে পৌর এলাকার দাতিয়ারায় এ অভিযান চালিয়ে ১ হাজার ৪৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোফাজজর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলি এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে সন্দেহজনক একটি পিকআপভ্যানকে থামানোর সংকেত দেওয়া হলে ভ্যানটি না থেমে দ্রুতগতিতে পৌর এলাকার ভেতরে প্রবেশ করে। যৌথ বাহিনী ভ্যানটিকে ধাওয়া করে দাতিয়ারা এলাকায় আটক করতে সক্ষম হয়। পরে গাড়ি তল্লাশি করে বস্তার ভেতর থেকে ১ হাজার ৪৮০ বোতল বিভিন্ন প্রকারের ভারতীয় মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা।
ওসি মোফাজজর হোসেন বলেন, “চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ জব্দ: যৌথ বাহিনীর অভিযান