মোঃ নজরুল ইসলাম খান : ২৪ মার্চ লিটন টার্কিশ গ্রীল নামক স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রতিবছরের ন্যায় এই বছরও পর্তুগালে অবস্থানরত সকল ব্রাহ্মণবাড়িয়ান ভাই ও বোনদের নিয়ে এই আয়োজন হয় । এতে রাজধানী লিসবন সহ লিসবনের আশেপাশের বিভিন্ন শহর থেকে আসা প্রায় দুই শতাধিক ব্রাহ্মণবাড়িয়ান অংশগ্রহণ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহদী ইসলাম জয় এর সঞ্চালনায় এবং সভাপতি শাহেদুজ্জামান মোল্লার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক তামিম রফী ভুইয়ার কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন এবং উপদেষ্টা এস.এম জাভেদ ।
এ সময় বক্তারা পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ান ভাইদের চাকরি , আবাসন , চিকিৎসা , ভাষার জটিলতা সহ নানান সমস্যা সমাধানে একে অন্যের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম জামে মসজিদ লিসবনের সভাপতি ও পর্তুগিজ সোসালিস্ট পার্টির অন্যতম নেতা জনাব রানা তসলিম উদ্দিন এবং মারতিম মুনিজ জামে মসজিদের সভাপতি জনাব মোশাররফ হোসেন ।
এই সময় তারা ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের নানান সামাজিক সাংস্কৃতিক উদ্যোগ এবং ইফতার মাহফিলের প্রশংসা করেন। এবং প্রবাসে এমন ঐক্যবদ্ধ সংগঠন বিরল বলে আখ্যা দেন।
এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা খাইরুল ইসলাম , রোটারিয়ান জহিরুল হক , আশিকুর রহমান , মুজিবুর রহমান , জহিরুল ইসলাম তুহিন , ফারুক জাহিন , যুগ্ম সাধারণ সম্পাদক ১ম সোহাগ হাসান , লিসবন শিল্প গোষ্ঠীর সভাপতি সোহাইল হাসান।
আরো উপস্থিত ছিলেন সদস্য সুলতান, আকরাম মোল্লা , আবেদুল আলম সাব্বির , কাজী মিনহাজ , ইমরান চৌধুরী , জিয়াউর রহমান নিপু , এফ হাসান শুভ , আব্দুর রহমান , গোলাম আশিক , জ্যাক মনির , আলমগীর , রাজু মিয়া , নাজির শাহ , সজিব আর রহমান , আনিস মিয়া , বায়জিদ মিয়া , মোহাম্মদ তোহা , কাজি নজরুল ইসলাম , সোহাগ মাহি , মহিউদ্দিন , আল আমিন, জুনায়েদ, আজাদ চৌধুরী, সিফাতুল হক , ফাহিম প্রমুখ।
ইফতার আয়োজন শেষে রেস্টুরেন্টের পক্ষ থেকে বলা হয় এমন সুশৃঙ্খল ইফতার আয়োজন করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ধন্যবাদ জানান।