শহীদ হাফেজ কাউসারের কবর জিয়ারত ও পরিবারের সাথে ইফতার করল গণঅধিকার পরিষদ

লেখক: লিটন হোসাইন জিহাদ
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
শহীদ হাফেজ কাউসারের কবর জিয়ারত ও পরিবারের সাথে ইফতার করল গণঅধিকার পরিষদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ২০২১ সালের এই দিনে গণঅধিকার পরিষদের নেতৃত্বে মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হন ছাত্র অধিকার পরিষদের নেতা হাফেজ কাউসার। তার স্মরণে আজ ২৭ মার্চ বৃহস্পতিবার গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীরা তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সঙ্গে ইফতার করেন।

এ সময় গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আশরাফুল হাসান তপু, সাধারণ সম্পাদক গাজী রাজিউর রহমান তানভীর, সাংগঠনিক সম্পাদক মো:  মাসুম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ হাফেজ কাউসারের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘কাউসার আমাদের সাহস, আমাদের স্পিরিট, আমাদের অনুপ্রেরণা। তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।’

তারা আরও বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের আন্দোলন অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা সংগ্রাম চালিয়ে যাবেন।

শহীদ হাফেজ কাউসারের পরিবারের সদস্যরা তার স্মরণে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠনের নেতাকর্মীরা একতাবদ্ধ থাকবেন।

উল্লেখ্য,২০২১ সালে ২৫-২৬ ২৭ মার্চ তারিখ ছিল ভারতীয় আগ্রাসন এবং মুদি বিরোধী আন্দোলন। মুদির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন ছাত্র অধিকার পরিষদের এই তরুণ নেতা। তার শাহাদাত দিবস উপলক্ষে প্রতি বছর গণঅধিকার পরিষদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।

  • শহীদ হাফেজ কাউসারের কবর জিয়ারত ও পরিবারের সাথে ইফতার করল গণঅধিকার পরিষদ