আখাউড়ায় কুখ্যাত মাদক কারবারীসহ ৫ জন গ্রেফতার

লেখক:
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া থানা পুলিশের অভিযানায় কুখ্যাত মাদক কারবারী মোঃ শাহপরান ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

১১ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল ৮:৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম পৌরসভাস্থ খড়মপুর কোড্ডা রেলক্রসিং এলাকা থেকে এই অভিযানে গ্রেফতার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৮০,৯০০/- (আশি হাজার নয়শত) টাকা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:
১। মোঃ শাহপরান (৩৯), পিতা-মৃত নান্নু মিয়া, সাং-সিংগারবিল উথারিয়াপাড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২। জনি বিশ্বাস (৩২), পিতা-জীবন বিশ্বাস, সাং-মনিপুরীঘাট, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ।
৩। মাহমুদুল হোসাইন পিয়ার (২৯), পিতা-মোঃ শাহাদাত হোসাইন দুলাল ভূইয়া, সাং-নগুয়া ১ম মোড়, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ।
৪। বিল্লাল হোসেন (৫৮), পিতা-মৃত ওমর আলী, সাং-মুন্সিগঞ্জ, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ। বর্তমানে ০৩ মধ্য পাইকপাড়া, থানা-মিরপুর, ঢাকা।
৫। সুমন চন্দ্র দাস (৩২), পিতা-ইন্দ্র কুমার দাস, সাং-বত্রিশ বাসস্ট্যান্ড, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ।

আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।