উলিপুরে ‘কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলা ২০২৫’ কৃষকদের মাঝে প্রযুক্তি প্রদান ও উৎসবমুখর সমাপ্তি

লেখক: Fahmida Firoz
প্রকাশ: ১ সপ্তাহ আগে

কুড়িগ্রাম প্রতিনিধি : রবিবার, ২৯ জুন ২০২৫ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ও জেলা কৃষি অফিসের সমন্বয়ে অনুষ্ঠিত ‘কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলা ২০২৫’-এর আনুষ্ঠানিক সমাপনী হয়। চার দিনব্যাপী এই মেলায় কৃষকদের মধ্যে পুরস্কার, আধুনিক কৃষি সরঞ্জাম, ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

ড. মো. মামুনুর রহমান বলেন, “এই মেলার মাধ্যমে আমরা কৃষকদের আধুনিক কন্দাল ফসলচাষে বিশেষ দক্ষতা দান করেছি। পুষ্টি ও নিরাপদ খাদ্য উৎপাদনে এটি বড় এক পদক্ষেপ। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, “স্থানীয় কৃষকদের সার্বিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা এই ধরনের প্রচেষ্টা চালাচ্ছি। আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিলে কৃষি উৎপাদন দ্বিগুণ সম্ভব।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোশাররফ হোসেন জোর দিয়ে বলেন, “১৫টি স্টলে আমাদের প্রদর্শনীতে কৃষকরা নতুন বীজ, সেচ প্রযুক্তি ও সার-সারের সঠিক ব্যবহার সম্পর্কে পরিচিত হয়েছেন। সিনিয়র মৎস্য কর্মকর্তা শামিমা আক্তার, মেলার মাধ্যমে কৃষি-বাংলাদেশ নির্মাণে আমাদের সব বিভাগ একযোগে এগিয়ে এসেছে।

সহকারী কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন রিফা বলেন, “উন্নত বীজ ও জৈব সার ব্যবহারে কৃষকেরা উপকৃত হবেন।” মাওলানা মো. তৌহিদুর রহমান বলেন, “খাদ্য নিরাপত্তার সঙ্গে ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতাও এই মেলাতে উপস্থিত রয়েছে। মেলার একটি স্টলে কৃষক আলআমিন মিঞা বলেন, “আমি ছোটলোক; কিন্তু এই মেলার মাধ্যমে নতুন জাতের কন্দাল ও সঠিক চাষ পদ্ধতি শিখেছি, এতে আমার ঘরের আর্থ-সামাজিক অবস্থা উন্নত হবে আশা করি ।

জমায়েতকারীরা উল্লেখ করেছেন, ‘কন্দাল ফসলের উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করুন’ প্রকল্পটি কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তি গ্রহণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি করেছে। মেলার মাধ্যমে ১,০০০+ কৃষক আধুনিক বীজ, সার ও প্রযুক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন এবং তাদের মাঝে সরঞ্জাম বিতরণের ফলে উৎপাদনশীলতা বাড়বে বলে আশা প্রকাশ করেন ।