W3Schools.com  

নাসিরনগরে মডেল হিফজ মাদ্রাসার শুভ উদ্ভোধন

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

মোঃ আব্দুল হান্নানঃ-
২৭ এপ্রিল ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে গার্লস স্কুলের পশ্চিমে হাজী সমসু মিয়ার বিল্ডিংয়ে নাসিরনগর মডেল হিফজ মাদ্রাসার শুভ উদ্ভোধন করা হয়েছে।
মাওলানা কাজী মোঃ আলাউদ্দিন আলকাদরীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা নুরুল আলম, মাওলানা এখলাছ উদ্দিন,পীরজাদা মাওলানা গোলাম মোহাম্মদ খাঁন,রফিকুল রফিকুল ইসলাম,হারুনুর রশীদ,হাফেজ ক্বারী জাকারিয়া হক,সাংবাদিক মোঃ মাসুদ লস্কর,জাকির হোসেন,কাজী আলাউদ্দিন আল ক্বাদরী সহ আরো অনেকেই।পরে মিলাদ ও দোয়ার মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
জানা গেছে হাফেজ ক্বারী জাকারিয়া হক পরিচালিত সার্বক্ষনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আবাসিক, অনাবাসিক, ডে- কেয়ার মাদ্রাসাটি রয়েছে নাজেরা,হিফজ ও হিফজ রিভিশন বিভাগ।
আপনার সন্তানকে কুর আনের আলোতে আলোকিত করতে ও হক্কানী কুর আনের হাফেজ হিসেবে তৈরী করতে আজই যোগাযোগ করুন।
হাফেজ ক্বারী জাকারিয়া হক পরিচালক ও প্রধান শিক্ষক মোবাইল০১৭২২১৬৪৬৪৬অথবা০১৭২৯৭১৮৬৯৪