মো: ফারদিন হাসান দিপ্ত, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শনিবার (২০এপ্রিল ) দুপুরে পলাশ উপজেলার মোড়ে সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সমকাল ও এশিয়ান টিভির পলাশ উপজেলা প্রতিনিধি আশাউল্লাহ মনাকে সভাপতি ও আরটিভি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি নূরে আলম রনিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের মো, আক্তারুজ্জামান, সহ- সভাপতি সবুজ বাংলার জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো: আল- আমিন মিয়া, সহ- যুগ্মসাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন,কোষাধ্যক্ষ গণকন্ঠ ও বাংলাদেশ পোস্ট জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে আমার সংবাদ ও দ্যা বাংলাদেশ টুডে পত্রিকার তারেক পাঠান, প্রচার ও প্রকাশনা পদে, আজকের জণবাণীর আল- আমিন মুন্সি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আমাদের সময় পত্রিকা ও পথিক টিভির মো: ফারদিন হাসান দিপ্ত।
এছাড়া তিনজন নির্বাহী সদস্য হলেন- নরসিংদীর কাগজের শফিকুল ইসলাম, মানবজমিনের সারোয়ার রুবেল, সময়ের আলো পত্রিকা বায়েজিদ আহমেদ।