“বাঞ্ছারামপুরে ধানের শীষের জোয়ার বইছে, ভোটাররা অপেক্ষা ভোট দিতে”— কৃষিবিদ পলাশ

লেখক: ফয়সল আহমেদ খান
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়,জনসভা ও জনসংযোগ করছেন জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ।

১৪ জুন (শনিবার) বিকেলে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি জনসভায় অংশগ্রহণ করেন। সেখানে এলাকার জনগণ ও দলীয় নেতাকর্মীদের সামনে তিনি বক্তব্য রাখেন।

সভায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, ‘বিএনপি একটি গণমানুষের দল। আমাদের শক্তি হলো তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন; দলকে সংগঠিত ও শক্তিশালী করতে হলে ঐক্যই সবচেয়ে বড় হাতিয়ার।’

তিনি আরও বলেন, ‘ভিন্নমত থাকতেই পারে, কিন্তু দলীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।’

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস,এইচ,জেড শুকড়ী সেলিম, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, হোসেন মিয়া, আনোয়ার সাহাদাত, জাহাঙ্গীর আলম সরকার, আবু কালাম, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদল সভাপতি আলাউদ্দিন, কাফায়েত উল্লাহ, ,রহিমা আক্তার, রোজিনা আক্তার, হাবিবুর রহমান হবি, সেলিম শিকদার, জসিম উদ্দিন,আনোয়ার হোসেন আইনুল, আনিসুর রহমান, মুক্তার হোসেন,আব্দুস সামাদ, মোঃ মুছা মিয়া, মোঃ মহসিন,হাসান মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।