ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি

অনলাইন ডেক্স

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরের নিচু এলাকায় আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরের বিভিন্ন এলাকার সড়কে হাঁটু পর্যন্ত পানি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষ।

রোববার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিওটি অ্যাসিস্ট্যান্ট মাহমুদুল আলম ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৩.৯ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিপাতে নগরের রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া, হালিশহর, ষোলশহর ও শুলকবহরসহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী রাশেদুল আলম বলেন, শনিবার (২৬ আগস্ট) রাতে ভারী বৃষ্টি হয়েছে। তাতেই সড়ক পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন মার্কেটে পানি ঢুকে পড়েছে। এতে করে দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে।

বেসরকারি চাকরিজীবী সাফায়েত উল্লাহ বলেন, বৃষ্টি হলেই চট্টগ্রামে জলাবদ্ধতা হবে এটা নতুন কিছু নয়। আজও এর ব্যতিক্রম হয়নি। তবে আমাদের চাকরি তো আর বন্ধ নেই। যেভাবেই হোক কর্মস্থলে যেতে হচ্ছে।

এদিকে, ভারী বৃষ্টিপাতে রোববার ভোরে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর আইডব্লিউ কলোনি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মো. সোহেল (৩৩) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত নিহত হয়েছেন।

সূত্র: ঢাকা পোষ্ট

পথিক নিউজ/ মো:ইমন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *