অনলাইন ডেক্স
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ব্রিজের ওপর দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। রোববার (২৭ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী কাজলা ব্রিজের ওপর থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয়সহ ঘাতক গাড়িটিও শনাক্তের চেষ্টা চলছে।
সূত্র: ঢাকা পোষ্ট
পথিক নিউজ/ মো:ইমন