W3Schools.com  

শব্দ দূষণের কারণে সাধারণ মানুষের সমস্যা

লেখক:
প্রকাশ: ২ মাস আগে
শব্দ দূষণের কারণে সাধারণ মানুষের সমস্যা

তানজিনা আক্তার: অতিরিক্ত শব্দ মানব স্বাস্থের জন্য ক্ষতিকর  কিন্তু দূষনের মাত্রা দিন দিন বেড়ে চলেছে শব্দ দূষণের মাত্রা নিয়ন্রণে নেই তেমন কোনো উদ্যোগ ।শব্দ দূষণের কারনে  মানুষের মাথা ব্যাথা মেজাজ খিটখিটে হয়ে থাকে ফলে কাজের কোনো মনযোগ থাকে না ।

ঢাকা শহর বিভাগীয় শহর জেলা শহর উপজেলা শহরে ও বিভিন্ন ধরনের শব্দ দূষণের মাত্রা বাড়ছে ।শব্দ দূষনের অন্যতম কারন হল অযথা হর্ণ  ,শুধু যানবাহনে  নয় বিভিন কারখানা নির্মান বিভিন্ন প্রতিষ্ঠানে যন্ত্রপাতি রাস্তার পাশে দোকান গুলোতে উচ্চস্তরে চালানো অডিও ভিডিও মাইকিং বিভিন্ন শব্দ দূষণের কারণে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে।

তাছাড়া বিভিন্ন শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান হাসপাতালের সেবাদানের বিঘ্ন ঘটছে ।

একই জায়গায় দীর্ঘক্ষণ অবস্থানের ক্ষেত্রে মানুষ নানার সমস্যার হচ্ছে ,শব্দ দূষণ বন্ধে সচেতনা সৃষ্টি করেতে হবে  শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে।

এরজন্য অতিরিক্ত শব্দ মানব স্বাস্থের ক্ষতিকর দিকগুলো প্রচার প্রচারণার মাধ্যমে জনসাধারণকে শব্দমূলক নিয়ন্ত্রণে আনা উচিত ।

তানজিনা আক্তার/পথিক টিভি 

  • কারখানা নির্মান
  • ক্ষতিকর
  • পথিক টিভি
  • পথিকনিউজ
  • শব্দ দূষণ